অনন্ত আকাশ নীল ফ্রেমবন্দি
আনিসুর রহমান জুয়েল
অনন্ত আকাশ নীল ফ্রেমবন্দি
সন্ধ্যাতারা আলো ঠেলে উড়াল দেয়
প্রতিদিন সন্ধ্যায় ।
কিছু অদ্ভুত উলঙ্গ সময়
তাকিয়ে থাকে
ভেঙ্গে ভেঙ্গে থেমে থেমে ।
কিছু বৃষ্টি উড়ে যায়
কিছু বৃষ্টি ভালোবাসা রেখে যায়
মৌন রাত্রিতে ।
একটু চাই বিশুদ্ধ মন
বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ ভোর
বিশুদ্ধ পাখির ডাক ।
পুরো সৃষ্টি হলো স্রষ্টার
পুরো পৃথিবী স্রষ্টার এক অনন্য বুনন
এই রহস্যের সন্ধান কেউ পায়নি কখনো ।
ঘোমটা টানা ইচ্ছের আকাশ
মিশে যায় ভালোবাসায়
হৃৎপিণ্ড আত্মহারা হয়ে অবাক হয় ।