আপেক্ষিক
দুর্বার
বসে থেকেছিলাম কতক্ষণ, জানিনা,
কানে বেজে চলেছিল, ট্রেনের যাওয়ার আওয়াজটা।
বসে থেকেই শুনেছিলাম, কতক্ষণ জানিনা,
লাইনের বুকে, বেজে চলার আওয়াজটা।
ঘোর ভাঙলো, গাড়ির আসার ঘন্টায়,
প্লাটফর্মে তখন বেজায় গোল-শোর।
আকুল হলাম, তোকে হারিয়ে ফেলায়,
ভীড়ের মাঝে, অভ্যেস যে নেই তোর!
বেজে উঠল দূরে, গাড়ির বাঁশি,
একটু পরেই ঢুকবে এসে কামরা।
জানিস, তোকে বলব না আর ‘আসি’,
এখন থেকে পৃথক যে আমরা!
পৃথক হলাম তোরই ইচ্ছেতে,
আলাদা হয়ে চলেছে দুই অবয়ব।
মনের লাগামটা টানি নি যে, স্বেচ্ছাতে,
তুই রয়েই যাবি এ জীবনের কলরব।




















