“জেগে উঠুক প্রকৃতি” লিখেছেন প্রকৃতি প্রেমী কবি আফরোজা ফেরদৌস ঝুমুর।

610
প্রকৃতি প্রেমী কবি আফরোজা ফেরদৌস ঝুমুর

জেগে উঠুক প্রকৃতি

               আফরোজা ফেরদৌস ঝুমুর

আমি চাইনা আমার ভবিষ্যত প্রজন্ম ইট পাথুরে জীবন কাটাক।
এমন না হোক, জাদুঘরে মানুষ বিলুপ্ত ঘুঘু চিত্র দেখতে যাক।
চাইনা আমি কক্সবাজার সৈকত কেবল স্মৃতি হয়ে বাচুক।
আর চাইনা বায়ু দূষণে আম কাঁঠালের ফলন কমুক, মূকুল ঝরে পড়ুক।
আমি চাইনা,একটি নদীর অকাল মৃত্যু ঘটুক,
আমি চাই_সবুজ মাঠ,ফসলের ক্ষেত,গাছে ফুল ফুটুক।
আমি চাই ,একটি রাখাল বাঁশি বাজাক বটের মূলে
নদীর কূলে কাজল বধু, শিশ দিয়ে যায় দোয়েল ডালে।
কিশোরী মেয়ের ঘুঙুর বাজুক রাঙা পায়ে
বকের সারি ঝাঁক বেঁধে উড়ে যায় পাশের গাঁয়ে ।
যানবাহনের শব্দ দূষণ চাপা পড়ুক এই শহরে,
পথের ধারের গাছটা বাঁচুক নির্মল বাতাস ছড়িয়ে ।
পাখীদের এই কিচিরমিচির জেগে থাকুক দিনময়,
বলতে না হয় কোনোদিনো শহর জীবন ভাল নয়।
আমি চাই মুক্ত মনের শিশুদের হৈচৈ,
বাসার গ্যারেজে ক্রিকেট নয় , খেলার মাঠ চাই।
জেগে উঠুক রবী ঠাকুর,জীবনানেন্দর বাংলা রূপসী,
বলতে চাই হৃদয় থেকে,সোনার বাংলা তোমায় ভালবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here