হ্যাঁ_আমিই
নাসরীণ_জাহান_রীণা
আমার রাজ্যে আমিই রাজা
আমিই মহারাণী
কারো ধার ধারি না আমি
না করি টানাটানি।
এধার-ওধার না করি আমি
তথ্য সম্প্রচার
প্রয়জনোধিক ধারণা কারো
না চাহি জানিবার।
তবু অভিযোগ যদি পড়ে কখনো
জানাই প্রতিবাদ
বিশৃঙ্খলায় আমি নেই কখনো
সবই হোক তবে বাদ।
রাগ নেই আমার, শুধুই অভিমান
তাও কিছু লেশমাত্র
বুঝে যদি আমায় কথা বলি কিছু
দেখি স্থান-কাল-পাত্র।
দাম্ভিকতা নেই,এটাই স্বভাব
থাকি একদম নিজের মতো
প্রশংসার পরিমাণ কমই দরকার
অপাত্রে চাই না শতো।
বিজ্ঞজনার এক বাক্য
হাজার বাক্য হতে শ্রেয়
অনভিজ্ঞের ভুরি ভুরিতেও
না হয় তা পরিমেয়।
অল্পতেই কাউকে ছোট করা
মোটেই পছন্দ নয়
কথাবার্তায় দাম্ভিকতা
অশোভন মনে হয়
আছে আত্মবিশ্বাস আর খোদায় ভরসা
চলি বুকখানি ফুলিয়ে
কথায়-কর্মে আচার-আচরণে
নিও বন্ধুরা মিলিয়ে।