বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ নিয়ে পালেরমো,ইতালি থেকে কবি~সৈয়দা ইয়াসমীন লিখেছেন কবিতা “কবিতারা আসে না ”

723
সৈয়দা ইয়াসমীন লিখেছেন এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “স্বচ্ছতা ধরে রাখা সহজ নয়”
পালেরমো,ইতালি থেকে তারুণ্যের কবি ~সৈয়দা ইয়াসমীন

কবিতারা আসে না

~সৈয়দা ইয়াসমীন

কবিতারা এখন আর আসে না
অনিচ্ছায় দুপুর কিংবা সকালে,
ঘুমন্ত দরজায় কড়া নাড়ে না
ইচ্ছাকৃত সন্ধ্যা কিংবা বিকালে।

মধ্য রাতে ঘুম ভাঙাতে আসে না
করোনার ভয়ে পালিয়েছে,
কবিতারা এখন রাত জাগে না
আমার কবিতারা ঘুমিয়েছে।

পৃথিবীটা কেমন স্তব্ধ হয়ে গেছে
মহামারীর ছোবলে পড়ার আতঙ্কে,
মধ্য রাতে আতকে উঠি বারবার
তবে কবিতা নয় মহামারীর ডাকে।

বিষাদের সুর ধ্বনি চারিদিকে
অদৃশ্য করোনার থাবার দাপটে,
বাতাসটাও বড্ড ভারী লাগে
মানুষের বিষাদপূর্ণ লাগাম কপাটে।

একটা ভাইরাস পৃথিবী বদলে দিলো
কবে হবে মুক্তি কে তা জানে,
বাঁচাও হে খোদা সকল মানবেরে
কাঁপছে সবাই করোনার আগমনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here