ঈদ
নাসরিন জাহান মাধুরী
কোথাও ভিড় নেই
নেই শেষ মুহূর্তের কোন জরুরি লিস্ট
নেই ছোট্ট মেয়েটির মেহেদি দেয়ার বায়না
চাঁদ দেখেই কেউ টিভির সামনে বসে
কোরাস গাইবেনা…
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির আমেজ
নামাজ শেষে কোলাকুলি
অপূর্ব বন্ধন…
না এবার এসব কিছুই নেই..
এবার ঘরে স্বজন হারানোর বেদনা
এবার প্রিয় মানুষটির মুখ শেষ বারের মতো
দেখতে না পাওয়া মানুষটার মনে ঈদ আনন্দ নিয়ে আসেনি কোন..
মানুষ নাকি তার কর্মফল ভোগ করে
কিছু মানুষ প্রকৃতিকে চুরি করছিলো
লোভ আর লালসায়..
তার প্রতিশোধে প্রকৃতি তার ভয়াল থাবা
বসিয়েছে পাগলা ঘোড়ার বেগে…
প্রকৃতি নির্ধারণ করেছে গৃহবন্দী ঈদ
তবুও ঈদ মানে আনন্দ
এবার না হয় নাহোক কোলাকুলি
থাক সামাজিক দূরত্ব
মনের নৈকট্য বাড়ুক
আত্মার শুদ্ধতা বাড়ুক
ঈদ হোক আনন্দের।