ঈদ উপহার
জেসমিন জাহান
ঐ যে দ্যাখো,আকাশ কোণে চাঁদ উঠেছে বাঁকা
শুনেছো কী এমন আজব কথা!
ঈদের দিনেও ঘরে সবাই রাস্তা গুলো ফাঁকা
কোথায় গেলো নামাজ শেষে কোলাকুলির ধুম
মনে আছে, রাতের কেনাকাটা?
নতুন পোশাক, ম্যাচিং জুতো কেড়ে নিতো ঘুম।
সংযমেরই মাস পেরিয়ে আবার এলো ঈদ
খুশীর মাঝে শঙ্কা সবার কেড়ে নিলো নিদ।
বিশ্ববাসী থমকে গ্যাছে অনু জীবের কাছে
প্রকৃতির ঐ রোষানলে জীবন হারায় পাছে!
কোথায় ছিলাম, আবার কোথায় যাবো ফিরে
একটিবারও ভাবছি কী সেই কথা?
ক্ষমতা আর অহংকারে রেখেছে যে ঘিরে
আমার কথা বেদ বাক্য, আমার কথাই আইন
ভুলেই ছিলাম স্রষ্টা, তুমি আছো
ঈদের দিনে দ্যাখো এখন আছি কোয়ারেন্টিন।
তোমার ঘরে অনেক খাবার অনাহারী শত
প্রায়শ্চিত্ত করতে ওদের সাহায্যে হও রত
আভিজাত্যের পর্দা তুলে একটু বাইরে এসো
কোর্মা পোলাও করে নিয়ে ওদের পাশে বসো।
গরীব দুঃখীর অধিকারে আর মেরো না কোপ
প্রাপ্য অংশ দাও বুঝিয়ে সম্পদে তোমার
নইলে ভুবন ধ্বংস হবে মানুষ পাবে লোপ
নানান ধর্ম নানান বর্ণ সৃষ্টি কিন্ত একজনার
দ্যাখো,যাচ্ছে সবাই একই পথে!
ঈদের দিনে খুশির হাসি এটাই হোক উপহার।