“এক ঈশ্বর “
রীতা ধর
একো নিষ্ঠায় ধর্ম পথিক
সর্ব পূজ্য পূণ্য প্রাণ
বিশ্বাস বুকে এক ঈশ্বর
তাঁর কৃপাতেই বিশ্ব দান।
ষড় রিপুর মায়া মোহে
পাপ যদি হয় আগুয়ান
অধর্ম তার দর্প বাড়ায়
মহা বলে হয় বলীয়ান।
সৃষ্টি মন্ত্র যার বাহুতে
ধ্বংসও তার এক পলক
পাপ পূণ্যের বিধি বিধান
এক ইশারায় দেখে ঝলক।
স্রষ্টা ভুলে পাপী জনে
কৃত কর্মের পাপ বাড়ায়
দিব্য চোখে দেখেন তিনি
আড়াল রাখে কোন জনায়।
পাপী তুমি ধার্মিক আমি
সবার হবে কর্ম ভোগ
পূণ্য জনে স্বর্গ সুখী
অহংবোধে নরক যোগ।
থাকতে সময় মানব হৃদয়
ধর্ম চিনে পথ চলো
এক জাতিতে এক ঈশ্বর
মানব ধর্মই শ্রেষ্ঠ বলো।