আমি
শারমিন সিদ্দিকী
সমাজের সুশীল কাজ সবই
আমি পারি করতে,
কারণ আমি একজন নারী
তাই ভাংগাকেউ পারি গড়তে।
আমি বারুদ হয়ে জ্বলি
কারণ, আমি বিদ্রোহী রমনী
উপরে ধরে ফেলব ছিড়ে
অন্যায়ের সব ধমনী।
আমি এক বহমান নদী
যার আছে অনেক গভীরতা,
ছোট-বড় সবাই পাবে এখানে
স্নেহ আর মমতা।
আমি এক সুবাসিত ফুল
যার নেই হরেক রং,
চাইলেই কেউ পারবেনা কখনো
সাজাতে আমায় সং।
আমি সুবিশাল নায়াগ্রার
সমস্ত জলপ্রপাত,
সমাজের দূষিত প্রাণীগুলো
সব করব নিপাত।
আমি নই কোন মহীয়সী
নই কোন হরিণী,
নিমিষেই পুড়ে হবে ছাই
যদি দেখাই অগ্নি চাহনি।