শেষ ভোর
রেবেকা রহমান
পৃথিবীর এই ধুসরতম দিন —
পালক ছেড়ে পাখি উড়ে যায় ধীরে ধীরে
সমুদ্রের গর্জন, চড়ুইয়ের ডাক জানান দিয়েছে
আগামীর বুকে শস্য গাইবে কল্যাণ!
ক্লান্তির কলোরল, আমাদের মাঝে ছোঁয়াচ রোগের মতো আজ —- —
গ্রীষ্মের সবুজ ঘাস কাঁপে
এ পৃথিবীর ব্যক্তিগত পাপে
নিশ্চিহ্ন মৃত্যুকে আলিঙ্গন করতে করতে
সহিষ্ণু শেষ ভোর এসে যাবে হয়তো
ক্লান্তিহীন জীবন কে ভালবেসে