বিদায় বার্তা
ছন্দা দাশ
বসন্ত যে হারায়নি তো
হারিয়ে গেছে মন
এখন আমার বিষাদ ঢাকা
সমস্ত দিন ক্ষণ।
এখন আমার সকালগুলো
উড়ো ধানের খই,
ছেলেবেলার মিষ্টি মধুর
দিন গেল যে কই।
সাথী আমার ছিল যারা
হারিয়ে গেছে বাঁকে,
ফেলে আসা দিনের স্মৃতি
ধূসর ছবি আঁকে।
দিনের আলো আসছে নিভে
ফুরিয়ে আসে বেলা
ওপার থেকে ডাক পড়েছে
সাঙ্গ হবে খেলা।