“জীবন শেষে”কবিতাটি লিখেছেন আমেরিকার থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি জবা চৌধুরী

761
“জীবন শেষে”কবিতাটি লিখেছেন আমেরিকার থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি জবা চৌধুরী

জীবন শেষে

               জবা চৌধুরী

ফুল দিও না যাবার পথে
যত্নে তুলে রাখো ।
গুনে গুনে মৃত্যু চিনে
সাহস নিয়ে থাকো।

হৃদয়ে কত বাঁধ ভাঙবে
রং লাগবে ক্যানভাসে ।
সবই ভুলো, ভালো থেকো
মন খুলে আর আচ্ছাসে!

রিটার্ন টিকেট আসা যাওয়ার
সাথে নিয়েই আসা যে !
যাবার কথা আসলে মনে
মায়ায় বাঁধে আশা সে !

লকডাউনে বন্দি ঘরে
মরণ ঘোরে কার্নিশে ।
ঘড়ির কাঁটা থামলে শুরু
ওয়ানওয়ে জার্নি সে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here