সে আমার মা
রাস্কীন চক্রবর্ত্তী
সকালবেলা ঘুম ভাঙ্গে যার ডাকে,
ভালোবাসি আমি অনেক তাকে!
সর্বপ্রথম মনে আসে যা,
সেই যে আমরি প্রিয় মা।।
খাই না বলে যে আমাকে বকে
সে যে আমায় সর্বদা আগলে রাখে।
যতো কিছুই না আমি খাই,
তারপরেও মা বলে, কিছু তো! দিয়ে যাই।।
আমার এই হৃদয় মাঝে থাকেন যিনি,
সৃষ্টির মাঝে তাকে, অনেক বেশি চিনি।
পথ চলতে যিনি,আমারি সঙ্গে থাকে,
ব্যাথা পেলে ডাকি, আমি সেই মাকে।।
দূরে কোথাও, আমি চলে গেলে,
ভেসে যায় মা, চোখের জলে।
আসুক যত রাস্তা এঁকে বেঁকে,
যেও না মা, আমায় একা রেখে।
প্রার্থনায় ডাকি, সৃষ্টিকর্তাকে!
হারাতে চাই না আমি, আমার মাকে।।
পরম দয়ালের কাছে চাই আমি যা,
জনম জনম তিনি যেন, হয় আমার মা।।
বি.দ্র- “মা” দিবসে প্রত্যেক মায়ের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।