বধু
শংকরী সাহা
ওগো বধু সুন্দরী তুমি মন মঞ্জুরী,
তুমি ভালোবাসার নন্দিনী বাবার আদরিনী—–
তুমি স্বামীর ঘরে ঘরণী ফুল মাল্য সঞ্চারিনী,
তুমি দাও সদা অঞ্জলি তোমার
স্বপ্ন আশা জীবনী।
বাঁধা তোমার জীবন পদাবলী
ওগো বধু তুমি মনের মিতালী
চৈত্র দিনে তুমি চৈতালি গানের
ভুবনে তুমি গিতালী…….!!!
সবার চোখে তুমি প্রিয়দর্শিনী
ওগো বধু তুমি জীবন সঙ্গিনী
তুমি মনো রঙ্গিনী রূপ লাবন্যে
লাবনী —-
তুমি নও বন্দিনী বধু তুমি বয়ে চলা তটিনী।
ভালোবেসে ধন্য করো ধরণী…
অশ্রু ধারায় তুমি শ্রাবণী —–
আঁধার ঘরে আলোক বরণী
বধু তুমি ঘরে লক্ষী রমণী…..!
সুখ আর দুঃখে তোমার জীবনী।
বধু তুমি বসন্ত বেলার ফাল্গুনী
বধু তুমি স্বামীর অর্ধাঙ্গিনী…..!
জীবনের পূর্ণতায় বধু- মা – জননী।।