“বিলাপ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি -নাসরিন আক্তার

674
বিলাপ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি -নাসরিন আক্তার

বিলাপ

                –নাসরিন আক্তার

মাথার ভেতর কাঠঠোকরার বাস
এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিলো রোদ
রঙধনুতেই যাপন,
প্রিজমে সাত রং।

রোদ শুষে চোখ দুটো ফুটে আছে
লাল টকটকে জবা ফুল হয়ে
থেমে নেই জল, মাটির সোধা গন্ধ
শেকড়ের করজোড়ে ফিসফাস- বড্ড বিনয়ে।

পাতায় পাতায় শিস দিয়ে যায়
পিউ-কাঁহা পাপিয়ার কান্না,
সামান ফিরিয়ে দেই
মেকআপের হইচই
ভেড়ানো দরজাতেই খুব একা;
নিঃসঙ্গ বসতে একজনা…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here