কবি কে এম সুলাইমানের ঈদ এর লিখা কবিতা “ঈদের চোখে জল”

604
কবি কে এম সুলাইমানের ঈদ এর লিখা কবিতা “ঈদের চোখে জল”

ঈদের চোখে জল

                         কে এম সুলাইমান

বছর ঘুরে ঈদ এলো
চোখে নিয়ে জল,
কেমন করে ঈদ পালন করি
বল না কেহ বল।

রমজান শেষে এলো আবার
এই না খুশির দিন,
সুখের বদলে বাজছে দেখো
সবার ঘরে দুঃখের বীন।

এক হলো বিশ্বে করোনা ভাইরাস
দেশেও যে মহামারী,
তার ভিতরে আম্পান এসে
ভাংলো যে ঘরবাড়ি।

কেমন করে ঈদ কাটাবো
এই দুর্যোগের ভিতর,
লকডাউনে বন্দি যে আছি
সকলে ঘরের ভিতর।

ঈদ মানে নুতন জামা
আরো দামি ঘড়ি,
কেমন করে কিনবো এবার
নেই যে টাকা করি।

ঈদ হলো বন্ধু স্বজন মিলে
এক হয়ে ঘোরাঘুরি,
এবার ঈদে নামলে বাহিরে
দিবে প্রশাসনে বারি।

তাইতো এবার ঈদ হবে না
হবে হয়তো কোন কাল,
করোনা আম্পান নিয়ে এলো
এবার ঈদের চোখে জল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here