কলম কালিতেই প্রেম
কেয়া সরকার গুহ রায়।
দ্বাপরের কৃষ্ণ কি কখনো দেবদাস হতে চেয়েছিল?
চাপদাড়ি কাঁধে ঝোলা ব্যাগ।
উলুখাগড়ার চোখেমুখে তাই শুধু ই হরিনাম।
জ্যোৎস্না গিলে চাঁদ তো সেই কবেই বিবাগীর খাতায় নাম লিখিয়েছে।
ছয় ষষ্ঠীর চরণামৃত পান শেষে বাল্যবিধবার আষাঢ়ে একাদশী।
চিতাভষ্ম দশানন তবু চির সীমন্তিনী মন্দোদরী।
অশ্রুমতীর কেবল কলম কালিতে ই প্রেম।
পূর্বজ খাতা কলমের দোকানী ছিল কিনা।
বিরহ বিরহ খেলায় মেতে বসন্ত হারিয়ে সে আজ দাত্রী শৈব্যা।
পরিযায়ী মন ছাড়পত্র বোঝে না বোঝে কেবল হৃদয় হনণ।