“মায়াবী এক চাঁদের আলো” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি আলমগীর হোসেন খান

743

মায়াবী এক চাঁদের আলো

                                আলমগীর হোসেন খান

আমাকে একবার বন্ধু হতে দাও
সেই দিনের কথা ভুলে গেলে
রাস্তার পাশে তামাদের জানালা,
রোদ্রস্নাত শেষ বিকালে তুমি অপেক্ষায়
আমার নামের প্রতিধ্বনি শুনে ।
তুমি এসে দাঁড়াতে আমি হাজির
শুনা যেতো হৃদয় সমুদ্রের তরঙ্গ ,
সেদিন অপলক দৃষ্টিতে দেখেছি
এক মায়াবী চাঁদের আলো।
তারপর তোমাকে নিয়ে পাশাপাশি
এঁকেছি স্বপ্নের বাতিঘর।
তারপর কথার আসর সাথে গান
মানস জমিনে স্বপ্নের চাষবাস,
চায়ের কাপ এগিয়ে দিতে তুমি।
বন্ধু হতে চাওয়াটাই অপরাধ
একদিন ক্লাসে না গেলে
তোমার মনে নামতো শ্রাবন।
তুমি আজ অনেক দূরে
খ্যাতির অভাব নেই,
আমিতো তাই চেয়েছিলাম
তবু স্থান দাও বন্ধু হতে চাই ।
বহুদিন চলে গেছে
তবু ফিরে তাকাই হারানো পথে,
তোমার সাজানো ঘর ফুলে ফলে সাজানো
তবু মন চায় বন্ধু হয়ে থাকি পাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here