বর্ণ-বিদ্রোহ
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
বর্ণগুলোর সাথে সম্পর্ক
জন্ম জন্মান্তরে,
কত প্রতিবাদ আর স্লোগানের জ্বলন্ত সাক্ষী ওরা,
কত রক্ত দিয়ে কেনা
এই বর্ণিল বর্ণগুলো,
তবুও ওরা এখন কোন
শব্দ হতে চায় না,
ওরা প্রতিবাদ করে ভিন্নভাবে
বলে,শব্দ হয়ে কী লাভ?
তোমরা কি শব্দগুলোর
সঠিক মূল্য দাও?
জেনে বুঝেই ভুল কর বারবার,
তবুও বল দুঃখিত!
আশ্বাস দাও, ভরসা দাও
তারপর যত্ন করে-
ভুলে যাও জীবনের তরে!
কি দরকার এসবের?
মানুষ হয়ে অমানুষের মত
এহেন মস্তিষ্ক বিকৃত কর্ম সাধন
করার চেয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়া
তোমাদের পক্ষে মঙলময়!
কলংকের কালিমা লেপন
করো না তোমাদের
বীর সৈনিকদের ভালে
ওদের শান্তিতে ঘুমাতে দাও-
জাগিও না কোনভাবেই!