আশা বেঁধে রাখি
সাহানুকা হাসান শিখা
যদি সূর্যের গায়ে লাগে
মহামারী করোনা ভাইরাস,
হয়ে পড়ে সে দুর্বল,
তার উজ্জ্বল আলো পায় হ্রাস।
আঁধারে নিমগ্ন পৃথিবী,
মহাপ্রলয়ের পূর্বাভাস।
এমনি যদি কখনও হয়
থাকেনা মানুষ জাতীর বসবাস।
যদি বা চাঁদের গায়ে লাগে
মহামারী করোনা ভাইরাস,
জোসনা হারিয়ে ফেলে,
অমাবশ্যায় করে গ্রাস।
জোনাকিরা কি জ্বালবে আলো,
পাবে তারা অক্সিজেন?
পৃথিবী কি থাকবে বেঁচে?
হয়ে নাটোরের বনলতা সেন ?
হয়তো বা এই বিশ্বভ্রম্মান্ড
আবার হবে শান্ত।
অন্যায় অত্যাচার আর নির্যাতনে
সে হয়েছিল খানিক ক্লান্ত।
হারবো না ধৈর্য,আসবে ঐশ্বর্য,
রাখবো বেঁধে আশা।
ফিরে পাবো এক শান্ত পৃথিবী
নতুন কিছু ভালোবাসা।