তোমাকে নিয়ে
বিশ্বজিৎ কর
অবচেতন মনে দেখি-
প্রেয়সীর আলতো ছোঁয়া পিঠের উপর,
কলম তুলে দেয় আমার হাতে –
মিষ্টি হাসির সৌরভ ছড়িয়ে বলে,
“লেখো মনের কথা, তোমার -আমার ভালবাসার!”
আমি লিখে চলেছি দূরে থাকার রোজনামচা!
ছন্দপতনও হয়, জানালা দিয়ে ঢুকে পড়ে অনিশ্চয়তার ঝড় –
আমার প্রতিবিম্ব অগোছালো হয়ে যায়,
কলম ছিটকে যায় –
আবার সেই আলতো ছোঁয়ায় শিহরণ,
হাতে কলম তুলে দেয় সে, বলে –
“লেখো মনের কথা, তোমার -আমার ভালবাসার!”