ওপার বাংলার কবি নির্মাল্য ঘোষ লিখেছেন কবিতা “সিদ্ধান্ত”

951
কবি-নির্মাল্য-ঘোষ-কবিতা-সিদ্ধান্ত-doinik-alap
কবি নির্মাল্য ঘোষ।

সিদ্ধান্ত

নির্মাল্য ঘোষ

 

বাঁকে বাঁকে পথ লেখা আছে…
তবু আমি পথ হারাই…
একটা সিদ্ধান্তে নিশ্চই আসব…
ততদিন খেলা নিয়ে খেলা…
আসলে পড়ন্ত বিকেলের কোনো
উচ্চাশা নেই আজকের মত..
ঘরের একটা কোন শুধু টেনে টেনে
রাখে… হাত ছাড়ে না..
খুঁড়িয়ে চলা অস্তিত্ব নির্ভরতা হাতড়ে
যায়…
আমার একটা প্রেম আছে..
আমার একটা রামধনু আছে…
আমার একটা জলদাপাড়া আছে…
আর আছে একরাত ঝিঁ ঝিঁ পোকার
ডাক…
এভাবেই এগিয়ে পিছিয়ে একটা
সিদ্ধান্তে আসব..
ইচ্ছা স্বপ্ন আর বাস্তবের জটিল
জ্যামিতিতে..
সাঁওতাল নাচ মাদল বাজায় রামসাই
বুকে…
পেছনের কালো অন্ধকার জাপটে
ধরে চুমু দেয়…
অরণ্যের জন্তুগুলোকে মনে হয়
আমার নিভৃত যৌন সঙ্গী
যেন….
প্রেমহীন… আকাঙ্ক্ষাহীন..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here