পদাতিক তোমাকে সেলাম
শীলা ঘটক
তোমাদের কথা কোনদিনই ভাবা হয়নি!
তোমাদের কথা কোনদিনই ভাবা হয়না!
তোমাদের রক্তের বিনিময়ে
ভারত দেখবে উন্নতির আলো —
ভারত বলবে প্রগতির কথা।
তোমাদের পা কেটে রক্ত ঝরবে —–
তোমাদের ঘুমন্ত শরীরের ওপর দিয়ে ট্রেন চলবে,
শরীর কেটে ফাল ফাল হয়ে পড়ে থাকবে রেললাইনে,
তবুও তোমাদের কথা কোনদিনই ভাবা হয়নি!
তোমাদের কথা কোনদিনই ভাবা হয়না!
তোমাদের খিদে নেই,
তোমাদের ক্লান্তি নেই,
তোমাদের বিরতি নেই
শুধু আছে দুচোখ ভরা আশা নিয়ে পথচলা।
কখনো বেঁচে ফেরা নয়তো মৃত্যুর কোলে ঢলে পড়া,
তোমাদের জন্য প্লেন নেই ট্রেন নেই।
রোদে পুড়ে ঘামে ভিজে, রক্তভেজা ফাটা পায়ে
এগিয়ে চলেছো হাজার হাজার মাইল!
উন্নতির ভারত! প্রগতির ভারত!
চুপ করে ঘুমিয়ে থেকেছে।
হে পদাতিক সৈনিক
সেলাম করি তোমায়।
দুটো অন্নের জন্য সংসার নিয়ে ছুটে চলো
ভারতের এপ্রান্ত থেকে ও প্রান্তে!
তোমাদের এখন নতুন নাম পরিযায়ী শ্রমিক
ঠিক যেমনভাবে সাইবেরিয়া থেকে একঝাঁক পাখী খাদ্যের খোঁজে ভারতে আসে ——
ঠিক তেমনভাবে তোমরাও ছুটে বেড়াও মানচিত্রে।
যাদের ঘাম রক্ত নিষ্পেষণের মধ্যে দিয়ে
ভারত এগিয়ে চলে হাঁটি হাঁটি পা পা করে!
তোমাদের জীবনের দাম শূন্য।
তোমাদের গায়ে ব্লিচিং স্প্রে করা হয়!
করোনা ভাইরাস তাড়ানোর জন্য,
তোমাদের ট্রেনে কাটা পড়া মৃত্যু নিয়ে
ফুটেজ খাওয়ার কথা শোনা যায়!
তোমাদের মৃত্যু নিয়ে রাজনীতির গন্ধ শোঁকে,
হায় রে ভারত!
করুণা হয় তোমার জন্য।