“চিত্তে দারুণ খরা” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হাসিনা ইসলাম সীমা।

603
“চিত্তে দারুণ খরা” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হাসিনা ইসলাম সীমা।

চিত্তে দারুণ খরা

———————
হাসিনা ইসলাম সীমা

গোধূলি লগ্নে চিত্তে দারুণ খরা
রুপালী স্নানে মত্ত এ বসুন্ধরা
ভালোবাসার তানপুরাটা থমকে গেছে
বাজবে না সে পণ করেছে !
ঘাসের বুকে স্নিগ্ধ শিশির
চিত্ত ব্যাকুল বড়ই মদির
জলস্ফীতি হ্নদয়াকাশে
আসছে ধেয়ে করুণ বেশে !
জাত্যভিমান জীবন স্মৃতি
গৃহগোধিকা হানছে ভীতি।
চলিষ্ণু জীবন ক্ষয়িষ্ণু বেশে
নীরস তপ্ত ধুলোয় মিশে
মরণঘাতি করোনা ভাইরাস
চেপে ধরছে সবার নিশ্বাস
বৃদ্ধ-আবাল,ধনী-দরিদ্র
ছাড়ছে না যে কোনো গোত্র।
কোয়ারেন্টাইন আর আইশোলেশন
সঙ্গে আছে লকডাউন টেনশন
কংক্রিটের এই বদ্ধ ঘরে
থাকছি কত কষ্ট করে
মাস্ক,গ্লভস্ আর পিপিই
মানছে না সে কোনোই রীতি
প্রতিক্ষণে শোকের খবর
থমকে গেছে বিশ্ব শহর।
তপ্ত জ্বালায় জীবন যেথা
স্হবিরতায় ঢাকছে হেথা
আটকে আছে সবুজ সোনার দল
থমকে গেছে ধরার সব কোলাহল
গতিহারা ধমনী আজ অশনি লাভা
জীবন ঘিরে ধরছে স্বয়ং মৃত্যু আভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here