তারুণ্যের বিশ্লেষক- ডাক্তার রীতা ওঝা এর অসাধারণ লেখা “ছোট্ট বন্ধুরা”

890
তারুণ্যের বিশ্লেষক- ডাক্তার রীতা ওঝা এর অসাধারণ লেখা “ছোট্ট বন্ধুরা”

ছোট্ট বন্ধুরা,

সৃষ্টির রহস্য প্রেম দিয়ে, আর রচিত ও পালিত হচ্ছে প্রেম দিয়ে,বিকাশ ও নির্মাণ প্রেম দিয়ে ,সংহার দিয়ে নয়।    তোমাদের ততটাই এই ধরণীতে পরিবর্তন আনতে হবে ,নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য ,যা পরবর্তী  জেনারেশন এর জন্য শুধু আনন্দের জোয়ার আনবে না সারা সংসারের জনগণের উপকারে লাগবে।

প্রকৃতি যেমন অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তুলে,তোমাদেরকেও জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো রিলেশনের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে যেখানে থাকবে জ্ঞানের পিপাসা, কথার মাধুর্য, ভালোবাসা ও খুশির আনন্দ। কিন্তু অবশ্যই তা যেন নিয়মের মাঝেই থাকে।কেননা অতিরিক্ত কিছুই ভালো না।

সময় কিন্তু নিজস্ব গতিতে চলছে। তোমাদেরকেও পরিবর্তন আনতে হবে জীবনের বাকি সময় টা তে,তুলনা করতে হবে ভাল,মন্দ, ন্যায় ,অন্যায় , আদর্শ, সত্য, অসত্য, শুভ, অশুভ ,যেন থাকে সূর্যের মতো অটল। আরও থাকবে সব জীবের প্রতি প্রেম ও করুনা,থাকবে না কোনো ভেদাভেদ
বেঁচে থাকার জন্য তোমাদের নতুন পথ ,নতুন গন্তব্য ও উত্তম জীবন বেছে নিতে হবে।আপন করতে হবে সততা ও সৎগূণ । এই করোনার সময় নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী। সময়ে সব ঠিক হয়ে যাবে। সবার প্রতি রইলো শুভ কামনা।

রীতা আপা

লেখকঃ – প্রভাষক ,ফিজিওলজি ও বায়োকেমিষ্ট্রী ডিপার্টমেন্ট , ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর,ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here