মুজিব বর্ষ
আয়েশা মুন্নি
তোমার পণ স্বাধীনতা আনবে
নেবে না পরাজয়,
জাতির পিতা শেখ মুজিবুর
তুমি তো বাংলার হৃদয়।
জন্মেছিলে তৃমি গোপালগঞ্জের
শ্যামলিমা এক গ্রামে,
বিশ্বভুগোলে তোমার পরিচয়
জাতির পিতা নামে।
কিশোর কৈশোর যৌবনকালে
প্রতিবাদী ছিলে তুমি,
মাথানত নয়, সমঝোতাও নয়
এনেছো স্বাধীন ভুমি।
হাজার কোটি সালাম ও শ্রদ্ধা
মুজিব তোমার প্রতি,
প্রতিবাদী হতে তোমার শিক্ষা
দিয়েছে নতুন জ্যোতি।
পিতা তুমি লালসবুজের
হৃদয়ের গৌরব,
তোমার জন্মের শতবর্ষ
পালনের উৎসব।
যতদিন রবে পদ্মা মেঘনা
যমুনা বহমান,
সবার হৃদয়ে থাকবে তুমি
শেখ মুজিবুর রহমান।