কলমযোদ্ধা লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর একটু ব্যতিক্রমধর্মী লিখা কবিতা “মিথ্যা ভুল! ”

485
কলমযোদ্ধা লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর একটু ব্যতিক্রমধর্মী লিখা কবিতা “মিথ্যা ভুল! ”

মিথ্যা ভুল!

       লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

প্রতিদিন আঁধারে স্পষ্ট হয়ে উঠে
দিনের ইচ্ছাকৃত ভুলগুলো,
আলোতে সব উল্টো মনে হয়
অন্ধকারে নিজের সাথে
করি আপোষ,!
মানিয়ে নেওয়ার নাম জীবন
এ কথা জ্ঞান অবধি শুনে শুনে
গেঁথে নিয়েছি মগজে,
যেসব মনে রাখার
সেসব অনেক আগেই
বিদায় করেছি সজ্ঞানে।
এখন ইচ্ছা করেই ভুলে যাই
অভ্যেস হয়ে গেছে,
ভুল না করলে
কেউ হয়তো বলেই বসবে
এমন ভোলা হলে কবে থেকে?
কাউকে প্রশ্ন করার
সুযোগ দেবার মত
মহানুভবতা দেখাতে চাইনে।
ভুল করে ভুলে যাই-
ভুলটাই সত্যি হোক আলোতে,
সত্যিটা জ্বলে উঠুক
অন্ধকারে -অন্তপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here