স্বপ্ন তরী
সুষমা গোস্বামী
গভীর ঘুমে স্বপ্ন দেখি
চলছি অচিন পুরী,
বৈঠা হাতে ভরা গাঙে
ভাসিয়ে দিলাম তরী।।
মনে আমার খুশির জোয়ার
সুর ধরেছি গানে,
দুরের তারা হাতছানি দিয়ে
আমায় কাছে টানে।।
ঢেউয়ের তালে দুলছি আমি
সংগে মৃদু বাতাস,
একা আমি পাড়ি দেই
নেই তো কোন হুতাশ।।
আজকে আমি উদাস পাগল
নেই যে পিছু টান,
ছুটছি একা স্রোতের বেগে
খুশি আমার প্রাণ।।
রাতের আকাশ হেসে বলে
অনেক বাওয়া হলো,
তরী খানা নিয়ে এবার
নিজের ঘাটে চলো।।
অবাক চোখে তাকিয়ে ভাবি
এ কি আমার হলো,
স্বপ্ন তরী ছিল আমার
হারিয়ে কোথায় গেল।।