নারী তুমি প্রতিঘাতী হও
আয়েশা মুন্নি
নারী নির্যাতন প্রতিরোধে
কোন দিবস পালনের প্রয়োজন নাই
মিটিং, মিছিলের দরকার কী,
সভা সমাবেশ..সেতো বক্তার গীতিনাট্য…
চশমার ফাঁক গলে দৃষ্টি আটকায়
পরনারীর বুকেপিঠে!
মানবন্ধনেরও কোন প্রয়োজন নাই
এগুলো কারও চোখে পড়ে না
বধির সমাজের কান খোলে না,
এমনকি জাগে না বিবেক ও মনুষ্যত্ব বোধ।
শোন নারী… আর কখনো কোন
মঞ্চ বা রাজপথ কাঁপাতে এসো না…
মঞ্চে প্রতিদিন জন্মায় নষ্ট চেতনা
রাজপথে ধর্ষক ও নির্বাক দর্শক,
তাই আর কোন আয়োজন নয়..
প্রতিবাদের ভাষা প্রয়োগ ভুলে যাও নারী
ঘরে ফিরে এসো—
বাংলা তথা বিশ্বের প্রতি ঘরে ঘরে তুমি
প্রতিরোধী হয়ে ওঠ,প্রতিশোধ নাও…
নির্যাতকের পিঠ চাপড়ে প্রতিঘাতী হও।