রঙিন বাঁশ
রুনা লায়লা
বাঁশ দিয়েছে বাঁশ দিয়েছে
বলছে সকলে-
বইমেলাটা রঙিন রঙিন
বাঁশের দখলে।
কেউ যে আবার তুলছে ছবি
পাশে দাঁড়িয়ে,
বাঁশ গুলো সব আকাশ পানে
যাচ্ছে ছাড়িয়ে।
সব প্রকাশক,কবি-লেখক
গুনছে ক’টাবাঁশ,
গুনার পরে আনমনেতে
করছে হাহুতাশ।
ফাঁকা মাঠের হাহাকারে
বইগুলো রয় পরে,
নীরব পাঠক ঘরে বসে
অনলাইনে পড়ে।
হঠাৎ করেই গেলাম চলে
পথে পাঠক পেয়ে,
খুশিতে মন ভরলো তাতে
উঠলো যে গান গেয়ে।




















