মানব সভ্যতার কবি-লকিতুল্লাহ মাহমুদ চিশতী এর ভিন্নমাত্রার কবিতা“পিরিত”

431
মানব সভ্যতার কবি- লকিতুল্লাহ মাহমুদ চিশতী এর ভিন্নমাত্রার কবিতা “পিরিত”

পিরিত

লকিতুল্লাহ মাহমুদ চিশতী

মন থেকে মুছে ফেলো স্বাদ আহলাদ-
খোদার প্রেমেতে মজো এই মতবাদ ।
আগে ইফতার রোজা পরে হবে-
অতি কঠিন বুঝলে সোজা তবে।

দেহ রিপু দমনে তাঁবেদারি বাদ-
সালাত কায়েমের সাথে দাও যাকাত।
সালাত সিয়াম পালন হুজুরী মনে-
দায়েমী জিকির লালন দম চেতনে।

ইশকেতে মাবুদ ইলাহী আল্লাহ-
ক্বলবেতে আরশ সালাত ইল্লাহ।
দমসে মুরশিদ মম দমে দমে ঈদ-
মুর্শিদ মোহাম্মদ(সাঃ)সবার পিরিত।

আমার সালামের পালা”ইশকে আল্লাহ”-
জপরে মন লা-ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মাদার রাসুলাল্লাহ এই বলে
ফকরে আল্লাহ মুর্শিদ মাওলা মূলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here