পরিস্থিতি
প্রেমা চক্রবর্তী
—————
দরজার বাইরের বসত এখন তার,,
দরজার বাইরে এখন নেমেছে কারাগার।
দরজা খুলে এখন ভেতরেই সবাই,,
ভেতর এখন বিশ্ব,বাহির কারারুদ্ধ।
সবাই এখন সবার থেকে হয়ে বিচ্ছিন্ন-
কাঠামো গড়ে নতুন আমিতে,
সমাজকে বিদায় দিয়ে ব্যাক্তিতে।
একাকিত্ব গিলে খায় এখন-
আপনজনের আঁখি ভেজা জলে।
জানালার গ্রিলে এখন বালিকার ভেজা চুল ডানা ঝাপটায়,
ব্যালকনি পাড়াতেও চলছে মে ফুলের কানাকানি,
ফেলে আসা শৈশবের ভাবনায়- আলো এসে দেলা দেয় অনেকের এখন,
বৃহৎ থেকে ক্ষুদ্র কষ্টে হারিয়ে যায় মনটা অনুক্ষণ। ,
এইভাবে অর্থহীন, বন্ধুহীন, আকাশহীন,
নিয়ত ঘরের ঝাড়বাতিতে অনেকেই আবার হচ্ছে বিলিন।
ঘোরলাগা প্রকৃতি অনেকের দরজার ভেতর করছে –
অবিরাম বুনোহাঁসের মতো ডাকাডাকি।