কলমযোদ্ধা-প্রেমা চক্রবর্তী এর কবিতা“পরিস্থিতি”

351
কলমযোদ্ধা- প্রেমা চক্রবর্তী এর কবিতা “পরিস্থিতি”

পরিস্থিতি

প্রেমা চক্রবর্তী

—————
দরজার বাইরের বসত এখন তার,,
দরজার বাইরে এখন নেমেছে কারাগার।
দরজা খুলে এখন ভেতরেই সবাই,,
ভেতর এখন বিশ্ব,বাহির কারারুদ্ধ।
সবাই এখন সবার থেকে হয়ে বিচ্ছিন্ন-
কাঠামো গড়ে নতুন আমিতে,
সমাজকে বিদায় দিয়ে ব্যাক্তিতে।
একাকিত্ব গিলে খায় এখন-
আপনজনের আঁখি ভেজা জলে।
জানালার গ্রিলে এখন বালিকার ভেজা চুল ডানা ঝাপটায়,
ব্যালকনি পাড়াতেও চলছে মে ফুলের কানাকানি,
ফেলে আসা শৈশবের ভাবনায়- আলো এসে দেলা দেয় অনেকের এখন,
বৃহৎ থেকে ক্ষুদ্র কষ্টে হারিয়ে যায় মনটা অনুক্ষণ। ,
এইভাবে অর্থহীন, বন্ধুহীন, আকাশহীন,
নিয়ত ঘরের ঝাড়বাতিতে অনেকেই আবার হচ্ছে বিলিন।
ঘোরলাগা প্রকৃতি অনেকের দরজার ভেতর করছে –
অবিরাম বুনোহাঁসের মতো ডাকাডাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here