অর্ধেক আমি’র গল্প
জেসমিন জাহান
এই আমি কবেই গিয়েছি ক্ষয়ে
বুঝতে পারোনি নাকি বোঝাতে পারিনি
অবহেলা নিত্য গিয়েছি বয়ে।
শুরুতে শেষ নাকি শেষই শুরু
পাল্টে গেছে হঠাৎ এ জীবনের পটভূমি
অথৈ সাগর হয়ে গেছে শুষ্ক মরু।
ছোট ছোট কিছু অপূর্ণ পিপাসা
মিশে গেছে ধূলায় প্রত্যাশার ঝরা ফুল
খেরো খাতা আঁকে বিবর্ণ সে আশা।
ছাইচাপা দিয়ে সবুজ স্বপ্নগুলো
দিনে দিনে সে তো হয়ে গেছে ফ্যাকাশে
বাতাসে মিশেছে ছিন্ন নগ্ন তুলো।
তোমার কায়া মিশেছে আমাতেই
শিকড় ছড়িয়ে চলে গেছে জীবন অবধি
গোপনে খুঁজেছি কোথাও তুমি নেই।
অবশেষ দেখি চোখের মণিতে বাস
ছায়া হয়ে কখন মিলেছো এই আধেকে
খুঁজে পাই নিত্য আমারই দীর্ঘশ্বাস।