ভালোবাসায় বিশ্বাসী কবি লকিতুল্লাহ মাহমুদ চিশতীর কবিতা “তুমি এখন শুধুই স্মৃতি”

468
লকিতুল্লাহ মাহমুদ চিশতীর কবিতা “তুমি এখন শুধুই স্মৃতি”

তুমি এখন শুধুই স্মৃতি
লকিতুল্লাহ মাহমুদ চিশতী

প্রায় সাতাশ বছর আগের ঘটনা-
আমার সাথে প্রেমের ইতি টেনেছিলে
তোমার পুরানো প্রেমকে ফিরে পাবার জন্য।
বিরহ বিচ্ছেদের সময়টুকু পার করেছিলে
প্রেম ভালবাসা না বুঝা শহরে পড়তে আসা
এক গ্ৰাম্য সহজ সরল যুবকের সঙ্গে,সে আমি।
প্রেম করার ছলনার ব্যাসার্ধ টেনে
ছদ্ধ নামে কলি বলে ডাকতে আমায়।

প্রেমের বহু রঙের গোছানো ভাষায়
অতি সন্তর্পণে এই মন করেছিলে জয়
দুই বছর নিখুঁত প্রেমের ন্যায়
এক রঙিলা প্রেম করেছিলে তুমি।
চলন্ত প্রমোদতরীর পিছনে উড়ন্ত এ্যালবাট্রস‌
দেখলে হয়তো বলতে পারতো-
তোমার কেলিরত নৌকায় পাল উড়াতে
আমিই ছিলাম একজন যোগ্য নাবিক।

হঠাৎ একদিন শোনতে পেলাম-
পূর্বের প্রেমিককে বিয়ে করেছ তুমি
১৯৯৫ সালের মে মাস তখন যায় যায়
আজকের স্বামী নাকি তোমার মামার বন্ধু ছিল
তোমার মুক্তা নামের বান্ধবী বলেছে আমায়
ছবিতেও দেখেছি তাই,বয়স্ক মানুষ সে বটে
আর না হলেও সে আমার চাইতে
ঠিক ১৫/১৬ বছরের বড় তো হবেই।

আজ তিন সন্তানের সফল জননী তুমি
অতীত স্মৃতি মন্থনে মনে পরে কি সেই
বৃষ্টি ভেজা আতঙ্কিত ধোঁয়াশা রাতের গল্প
ভয়ঙ্কর বজ্র ডাকা মেঘের গর্জন
দোতলা ছাদের নিচে মাত্র দুটি প্রাণ
যুগল ঠোঁটের ছোঁয়ায় প্রেম স্পর্শের কথা
হৃদয়ের মাঝে আছড়ে পরে কি সেই স্মৃতির ঢেউ?
নাকি একেবারে ভুলে গেছ আমায়?

তবে নিশ্চিত স্মৃতির দাগগুলো
মুছে যায়নি তোমার মন থেকে এখনও
কোনদিন মুছবেও না-
অথচ ঠকিয়েছো তুমি তোমার
অবৈধ বিয়ের স্বামী ও সংসারকে
কারন তুমি ছিলে শুধুই আমার
একান্তই আমার, সেই সত্যটা তুমি জানো
আর‌ও জানতো তোমার যারা পরমজন।

সেদিনের প্রেম সম্পর্ক ছিল মোবাইল বিহীন
ইন্টারনেটের দুয়ারে সবে মাত্র ছিল বিশ্ব
এসব সাধারণের নাগালের বাইরে ছিল তখন
এখনতো সকলের হাতেই দামি দামি মোবাইল।
আশা করি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে একদিন
ভয় নেই,তোমার সে কিন্তু আমার ফেইসবুক ফ্রেন্ড
ফেইসবুকে তাই মাঝে মধ্যে দেখতে পাই ছবি
তোমার স্বামীসহ ছেলেমেয়ের ছবি আর‌ও কত কী?

কাব্যগ্রন্থঃ বুক ভরা কষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here