আজ ভারত এর সমকালীন সৃজনশীল কবি ও লেখক- সপ্তশ্রী কর্মকার’র এর শুভ জন্মদিন। তার লিখা জন্মদিন উপলক্ষে প্রকাশিত হল গল্প“অলৌকিক সাধের সকাল”

555
আজ ভারত এর সমকালীন সৃজনশীল কবি ও লেখক- সপ্তশ্রী কর্মকার’র এর শুভ জন্মদিন।

দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি ও লেখক-সপ্তশ্রী কর্মকার কে ।

অলৌকিক সাধের সকাল
সপ্তশ্রী কর্মকার


কিছু সাধের সকালে মনে হয় আমার মন-পাখি ফিরে আসবে না জীবনে, আষাঢ় ধারার বিরহী দুপুরে সাধের নৌকা সাঁতার কেটে যায় ধার করা মৃত্যু পাহাড়ে।
পর্দা সরিয়ে শূন্য ঘরে নিজের ছায়াও ভয় এখন,
অসমাপ্ত প্রেমের কোরাক্স খাই নিয়ম করে, যেখানে রোজ স্বপ্নরা নিলাম হয় চোখের কোণে।
যেই রাত হওয়ার কথা সোহাগের বন্যা স্রোতে, সেই রাতে করবীর বিষে বেঁধেছি মন চরম শোকে।
দিনের ধুলোয হাসি সাজে ফোলা ঝাপসা চোখে , তখন তোমার গায়ের গন্ধ আসে ক্যাকটাসের জলীয়বাস্প হয়ে। সর্বহারা ক্লোরোফিল মন বিদংশো খুঁজে নেতিয়ে পড়া লজ্জাবতী লতা হয়ে। যেন ফিন-ফিনে সবুজ পাতা বিদায়ী চিরসবুজ।
শূন্য রাতে জোনাকিরা ভরসা শুধু তোমার উপস্থিতি নিয়ে। পূর্ণিমার ভরা কোটালে ধ্রুব তারা খসে পড়ে অথচ মৃত শামুকের আঘাতে পা কাঁদে।
মেঘের ভাঁজে অলৌকিক বৃষ্টির অপেক্ষায় থাকি ফিরুক আমার মনের হলুদ পাখি। ডানার ঝাপ্টা স্পর্শ করুক আত্মাকে , চাঁদের স্নিগ্ধতা জুড়ে প্রাণের ঝুলিতে আয়ু বাড়ুক। বাকি আছে অনেককিছু, ভালোবাসার সাধটুকু
সুখের ঘরখানি ঘ্রাণ পাক প্রিয় কদমের ফুলের গন্ধে। তাতে আমি পরিযায়ী হতেও রাজী, তবুও বেভুলের বশেও যেন বিচ্ছেদের দলিল মুছে যাক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here