বৃষ্টিভেজা মিষ্টি শিহরণ
জেসমিন জাহান
মেঘ পাঠালাম একমুঠো নীল খামে
প্রাপ্তি স্বীকার পত্র পাঠিয়ে দিও
ঘোর বরষার বৃষ্টি-কাব্য লিখে
বিকেলটাকে রঙধনু রাঙিয়ো।
আলতো হাতের ছোঁয়ায় দিও খুলে
হিমেল খামের মিষ্টি মুখের বাধা
তূলোট মেঘে ভিজেই হবে সারা
যেমন লুটায় কেয়ার বনে রাধা।
ঝাঁপিয়ে পড়ে অবাক চোখের নদী
ভরিয়ে তোলে টইটুম্বুর সুখে
বৃষ্টি হয়ে মন ছুঁয়ে যায় যখন
কাঁপন জাগে মৌসুমি এই বুকে।
বুঝতে পারো কী কথা যায় কয়ে
ফোটায় ফোটায় ঝরে সুরের মায়া
ভিজিয়ে আঁচল সন্ধ্যা নামে ধীরে
লুটিয়ে আকাশ বিছায় তারই ছায়া।
নিশির শিশির মুখ লুকিয়ে হাসে
অপেক্ষাতে ফুটবে কখন কলি
দ্বিপ্রহরের আলোর ফোটা মেখে
ধরার বুকেই চির জলাঞ্জলি।
ছুঁয়ে দিলাম এই তোমারই মন
উঠুক বুকে সুখের অনুরণ
একটু খানি উষ্ণ প্রেমের ছোঁয়া
বৃষ্টিভেজা মিষ্টি শিহরণ।