সৃজনশীল কবি-এন এম রফিকুল ইসলামের সূক্ষ্ম অনুভূতির কবিতা“ক্ষণিকের মায়া জাল”

424
সৃজনশীল কবি- এন এম রফিকুল ইসলামের সূক্ষ্ম অনুভূতির কবিতা“ক্ষণিকের মায়া জাল”

ক্ষণিকের মায়া জাল
——————– এন এম রফিকুল ইসলাম।

স্মৃতির আকাশে চাঁদ উঠে প্রতিক্ষণেই
দিন-রাত্রির প্রহরে প্রহরে,
সেখানে আজ আর শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ বলে কিছু নেই,
হয় না অমাবস্যাও।
এমন চন্দ্রিমা ক্ষণেও মন বাগিচায় ফোটে না ফুল,
বিভোর হয় না আঁখি সোনালী স্বপ্নের হাত ইশারায়।
চন্দ্রালোকের স্নিগ্ধতা মাখা পরশ,-
সেও যেনো চৈতী দুপুরের খা খা রোদ্দুর ঠেকে।
এখন আর তার দু’চোখের চাওয়ায় মনে পড়ে না,-
“মোরা আর জনমে হংস মিথুন ছিলাম!”
কষ্টে জমানো ভালোবাসার ভান্ডার একটু একটু করে
উড়িয়ে নিয়ে যায় বেয়ারা বাতাস অজানার পথে,-
সে আর ফিরে আসে না কখনোই।
বৈরী সময়ের ক্রমাগত উপহাসে দেহমন বিষিয়ে ওঠে,
আমিও হেঁটে চলি ধীর পায়ে সম্মুখ পানে,
পিছু ফিরে তাকাবার অদম্য ইচ্ছেগুলোকে
ঝেড়ে ফেলে নির্জন পথের ধূলোয়;
এভাবেই বুঝি হয় প্রতিটি জীবনের যবনিকাপাত,
ছিন্ন করে চিরতরে ক্ষণিকের মায়া জাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here