আজ ভারত এর সাম্য দর্শনের কবি-রিয়াদেবী’র এর শুভ জন্মদিন।জন্মদিন উপলক্ষে প্রকাশিত হল তার লিখা কবিতা“মধ্যবর্তী”

552
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-রিয়া দেবীকে ।

মধ্যবর্তী
__রিয়া


ভালোবাসার বয়স বাড়ে সময়যাপনে,
বাড়ন্ত বয়স জানে সহনশীলতা।
মাঝেমধ্যে বদহজম,অস্থির অম্বল,
অতীত খোটা দেয় এই সময়ে।
হারিয়ে যাওয়া সেই আবদারি দিন,
ফিরে আসে না আগের মতো নিয়ে রঙ।
চারদেয়ালে চাপা থাকলেও বিবর্ণ হয়,
অনেকে অবশ্য পার্লারে নিয়ে টান ধরায়।
সাময়িক স্বস্তিও আনে প্রতিটা জন্মবার্ষিকীতে,
মোমবাতি জ্বালিয়ে ভালোবাসার আয়ু মাপা হয়।
সময়টা মানিয়ে নেওয়ার ভদ্রোচিত আচরণে,
বাড়ন্ত বয়সে রোগশোক হবে না এটাও ঠিক নয়।
রূপ বদলে হয়তো পাহাড় নয়তো তালগাছ হয়,
বয়সের ভার নিতে মানুষেরও জানতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here