ভারত থেকে কলমযোদ্ধা-মৌসুমী করের নতুন মাত্রার কবিতা“জারজ শহর”

235
মৌসুমী করের ন্তুন মাত্রার কবিতা“জারজ শহর”

জারজ শহর

         মৌসুমী কর 

কোন এক আলসে দুপুরে
ভবঘুরে মনটা
ঘুরছিলো এদিক সেদিক ….
যেনো ভিটেহীন ঠিকানাহীন
সুখ নদীর ঠিকানা খুঁজতে ব্যস্ত
এক অতৃপ্ত অকাল বৈধব্য মন ।
ব্যস্ত শহর তখনও
ঘোড়ার পায়ে ছুটছে …
কারোর মনের খবর
সে থোরিই রাখে?
এমনি করেই একটা সময়
পাখির ডানায় সন্ধ্যে নামে।
জারজ শহর জানতেও পারেনা
গ্রহণ মনটার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here