দাঁড়িয়ে একা পথে
নীলা আলম~~~~
জন্ম আমার একাকীত্বে, মরন ধূলো মাটি স্মরণে মহান….
কে জানিতো!
মাঝের সময় থাকব আমি
দাঁড়িয়ে একা পথে।
খুব অচেনা লাগে নিজেকে
দিন বুঝি ফুরাচ্ছে
মনের সামাল কমছে যেন থমকে যাওয়া রথে,
তখনো আমি চেয়ে দেখি,
দাঁড়িয়ে একা পথে।
শিশির ভোর আগের মত আমায় ডাকেনা,
সন্ধ্যা হাওয়া শাড়ির আঁচল নেশায় টানেনা।
কত সাধিলো যমুনা মেঘনা মোহনাতে,
ভাবছি আমি এলোমেলো বড়ো
দাঁড়িয়ে একা পথে।
ক্লান্ত শহর ব্যস্ত দুপুর
হঠাৎ মেঘ কালো
ছুটোছুটি পথের পথিক
বৃষ্টি আঁখিপাতে,
তখন আমি অন্য আমি
দাঁড়িয়ে একা পথে।
রাত্রি আমার আজন্ম সুখ
মনের ভীষণ বাড়ায় অসুখ
ভালোবাসি, ভালোবাসি রাতের তাঁরাতে,
জানালায় হাতছানি দেই
মনের ঘরে তখনো আমি দাঁড়িয়ে একা পথে।