সমাজ-সভ্যতার কবি রেবা হাবিবের বিশুদ্ধ শব্দের নির্মাণ “নাম্বার বিহীন কবিতা”

539
রেবা হাবিবের বিশুদ্ধ শব্দের নির্মাণ “নাম্বার বিহীন কবিতা”

নাম্বার বিহীন কবিতা
রেবা হাবিব

………………..
কত নাম্বার কবিতা লিখছি ভুলে গেছি
৩ নাম্বার কবিতা লেখার সময় মনটাকে পুড়িঁয়েছি!
বারবার আলোড়িত করেছিলাম তোমার মনটাকেও।
কারন হুট করে আমি তোমার প্রেমে পড়েছিলাম!
কিশোরী বেলার প্রেম এখন আর মনে পড়েনা।
অবাক হচ্ছো?
তা হতেও পারো।
সেই সময়ের প্রেম ছিলো অবুঝ!
নিজের কাছেও অবাক লাগে,
তোমার পরেও আমি কেনজানি বারবার প্রেমের নেশায় ছুটেছি
কাউকে প্রেমে ফেলেছি, নিজেও পুঁড়েছি।
ততদিনে প্রেমের পরিপক্কতা জন্মেছে রন্ধ্রে রন্ধ্রে!
প্রতিটা প্রেমের থাকে ভিন্নতর গল্প।
যখন বুঝতে পারলাম যৌবনের প্রেম দুনিয়ায়
সবিই ফাঁকা!
তাইতো জোনাকীর সাথে উড়ে উড়ে প্রেমের
আলোটা নিভিয়ে ফেলেছি।
এতোকিছুর পরেও
হৃদয়ের অক্টোপাস এখনো নিভৃতে নড়েচড়ে!!
বড্ড জ্বালায় আমাকে!
সবাই জানতো তোমার আমার প্রেমের খেলায়
দু’জন দু’জনাকে বড্ড বেশি ভালোবাসতাম।
ওদের এখনো মনে হবে অনেক ভালোবাসি!!
ওরা ভাবছে আমাদের প্রনয়ের বীজ প্রেমে মজে আছে
বাতাসের জোয়ারে যৌবনের ইচ্ছাগুলো ভীষণ দুরত্বে কাঁপছে এখনো অসম্ভব তৃষ্ণার যন্ত্রনায়!!
সবকিছুর পিছুটান থাকে
বৃষ্টিরও পিছুটান তার ফেলে আসা মেঘপুঞ্জ!
পরকীয়া বুঝোত? নাকি বুঝেও বুঝোনা??
মানে, তোমার সাথে আমার কোনদিনও বিয়ে হবেনা!!
শুধুই মুগ্ধতা!!
তাহলে বারবার কি সন্ধানে যাই সেখানে??
এ প্রশ্নের উত্তর নাই জানা।
মনের ভিতরে বারেবারে বলে যাই
জীবন নিয়ে আর কোন রাজনীতি নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here