আলো ছড়ানো পাখি
————–আরশ মালিথা
আমার কিছু আলো ছড়ানো পাখি ছিলো।
আমাদের কিছু আলো ছড়ানো পাখি ছিলো।
যারা মুক্ত আকাশে খুঁজে পেতো স্বাধীনতা।
যারা মুক্ত কন্ঠে গাইতো মুক্তির গান।
যারা কালো মেঘের সাথে চোখ রাঙাতো।
যারা ছড়িয়ে দিতো ডানার ঝাপটায় –
অজস্র থেকে অজস্র চেতনা রঙের আলো।
হঠাৎ হিংস্র শিকারীরা মিলে ভেঙে দিলো সব ডানা!
এখন তো আর পাখিগুলো আকাশে ওড়ে না।
এখন তো আর পাখি গুলো সব গান শোনায় না।
এখন তো আর পাখি গুলো কালো মেঘের সাথে –
চোখ রাঙায় না।
পাখি গুলো আজ ছড়িয়ে গেছে,
আকাশে- বাতাসে।
পাখিগুলো আজ মিশে গেছে সমুদ্রের নীলাচড়ে।
পাখি গুলো আজ চেতনা রঙে-
রাঙিয়ে তোলে মুক্তি সংগ্রামে।
পাখি গুলো আজ কালো মেঘ গুলো
নিয়ে গেছে খুব দূরে।
পাখিগুলো আজ পাখি হয়ে উড়ুক আমাদের হৃদয়ে।