মহাকালের নদী
নাসরিন জাহান মাধুরী
শুধু একটা সমাপ্তি রেখা এঁকে দিয়েছিলাম
মানে এই নয় গল্পটা আর এগুবে না
নদী যেমন বয়ে চলে
সামনে পথ খুঁজে না পেলে
বদলে নেয় গতিপথ
জীবনের গল্পও তেমনি এগিয়ে যায়
একটা পথ ধরে ঠিকই এগিয়ে যায়
মহাকালের গল্পের সাথে মিলেমিশে
এঁকে যায় জীবনের আলপনা
আপাত দৃষ্টিতে যা শেষ ভাবছি
সেই থেকেই শুরু হয়তো নতুন কোন গল্পের
যাকে গল্প বলছি তাও গল্প নয়
সে শুধু তোমার আমার কথোপকথন।
হেমন্তের ঝরাপাতা যেমন ঝরতে ঝরতে বলে যায়
শেষ হয়ে যাইনিতো!
বৃক্ষরস হয়ে বৃক্ষেই মিশে আছি সূর্যালোকের সত্য হয়ে
যতটুকু নিজের আছে তাও মাটিতে মিলেমিশে বৃক্ষেই মিশে যাবো রসের ধারা হয়ে
জীবন নদী হয়ে…
গল্পেরও সমাপ্তি নেই বয়ে চলে মহাকালের নদী…