বিদ্যার বাহাদুরি
আয়েশা মুন্নি
বলে একজন-
সবার সেরা বিদ্বান আমি
কোনো জুড়ি নাই
দুনিয়ায় আছে বিদ্যা যত
আয়ত্বে সবটাই।
সেরা ভার্সিটির অনার্স মাস্টার্স
আরো জানিস কী?
অক্সফোর্ড হতে নিয়ে এসেছি
পি.এইচডি. ডিগ্রি।
পড়েছি হোমার শেক্সপিয়ার মিল্টন
সতেন্দ্র রবীন্দ্র নজরুল,
মধুসূদন, শরৎ, জসীমও
পড়তে করিনি ভুল।
সবার লেখা পড়ে আমি
করেছি ফানাফানা
সাহিত্য ভাণ্ডারের যত বই
কোনোটা নাই অজানা।
কেহ বলে-
কোরআন হাদিস তফসির ফিকাহ
বেবাক আমি জানি
আমি একজন সেরা আলেম
কওমি মাদ্রাসার মানি।
তফসিরে আশরাফিয়া
জালালাইন মারেফুল কোরান
জানা আছে আরো আমার
জামাখশারি রুহুল বয়ান।
কোরআনের হাফেজ আমি
সিহাহ সিত্তাতে যে মহাপণ্ডিত
বাহাসে পাবে না জিত
শরিয়ত নিয়ে আমি যা বলি
তার সবই আছে ঠিক।
কেহ বলে-
আমি কি ছোট আলেম?
আলীয়ার ফারাগ।
ডবল টাইটেল করেছি পাশ
জানি শরিয়তের বেবাক।
ভাবিস কি কেবল তোরাই জ্ঞানী!
আর কেউ কিছু জানে না?
যে সব কিতাব পড়েছি আমি
তোরা স্বপ্নেও তা দেখিস না।
কেহ বলে-
বিশ্বভূগোলেও পণ্ডিত আমি
হাতের তালুতেই বিশ্ব
বিশ্বে যত ভূগোলবিদ আছে
সবাই আমার শিষ্য।
কেহ বলে-
আমি একজন বিখ্যাত ইতিহাসবেত্তা
জানি ইতিহাসের আদি অন্ত
পি.এইচডি আমার কেমব্রিজে করা
অতীতটাও আমার জীবন্ত।
কেহ বলে-
বিজ্ঞানের সবগুলো জ্ঞান আছে আমার আয়ত্বে
আজকে আমি গোটাবিশ্বকে
নাচাতে পারি একহাতে।
আরেকজন বলে-
আমি একজন খ্যাতগণিতবিদ
জানি গণিতের সবদিক
হিসাব আমি যা-ই করি
সবই হয় ঠিক ঠিক।
প্রশ্ন জাগে-
শাস্ত্রগুলো কী এতোই ছোটো
ছোটো জ্ঞানের রাজ্যটা?
নিজের মাপ বুঝেনা মানুষ
বলে বেড়ায় যাচ্ছে তা।
সব জ্ঞানই তো আল্লাহর হাতে
যারে ইচ্ছা কিছু দেন
সারাবিশ্বের সেরা জ্ঞানী
মানুষ নিজেকে ভাবে কেন?
পবিত্র কোরআন স্পষ্ট করে
মহান আল্লাহ নিজেই কয়
“তোমাদের আমি দিয়েছি জ্ঞান
সামান্য ছাড়া গভীর নয়। “