জল ছুঁয়ে
সোনালি মণ্ডল আইচ
আজ ভিজে জবজবে এসব রোদের নোনাজলে
ম্যানগ্রোভের গন্ধমাখা শরীর কথা বলে
ঘুমের গভীরে অকপট প্রণয় কাঁদে হাসে শোর
আধঘুমে রাতভর নেশা লাগে ঘোর
নীল ঠোঁটে যতবার যতটুকু দেখেছি জমা বিষ
সবুজ মন দিয়ে ততবারই মুছেছিস
আয়নায় জমে থাকা তাজা যতই লাল রক্ত
নির্লজ্জ চেঁচিয়ে বলে আমি তোর ভক্ত
কেউ শোনেনা কেবল দেয়ালের সজাগ টিকটিকি
স্পষ্ট বলে ওঠে সবই অচল সিকি।
কলকাতা
©Sonali Mandal Aich