বিষকন্যা আমি এখন
মনীষা কর বাগচী
কত বিষ ঢালতে পারো আমার মুখে
আমিও সেটা দেখতে চাই এবার
ঢালো যত পারো ঢালো
আমি ও বিষকন্যা হয়ে গেছি
অগ্নিপিন্ড গিলে ফেলার
ক্ষমতা রাখি এখন…
ভয় লাগে না আর
হজম করতে শিখে গেছি অনেক কিছু।
বকুল ফুটুক না ফুটুক
হিজল রং না-ই বা ছড়াক
শিউলি গন্ধ ঢালুক না ঢালুক
কিচ্ছু যায় আসে না…
তুমুল ঝড় উঠুক
চারিদিক থেকে ঘিরে ধরুক
লেলিহান শিখা
অটল অচল আমি নিজের পথে
কক্ষচ্যুত করতে পারবে না কেউ আমাকে
কেউ পারবে না…