চাই মুক্ত অম্বর——————-
সাহানুকা হাসান শিখা
চাই এক মুক্ত অম্বর
নেই কোন সীমাবদ্ধতা,
নারীর জন্য নেই কোন বাঁধা
বহাল থাকবে স্বাধীনতা।
সরে যাবে কালো মেঘের ছায়া,
থাকবে মায়ার শুভ্রতা।
ইচ্ছে ডানায় উড়বে রমনী,
হৃদয় জুড়ে পবিত্রতা।
বৃষ্টি নামে মায়াবী মেয়ে,
ভিজাবে তার অঙ্গ।
বৃষ্টি স্নান সারবে তারা
পাবে মেঘবালিকার সঙ্গ।
আকাশে যখন বিজলী চমকায়
নারীর ধ্রুপদী নৃত্য।
রামধনুর ঐ সাতটি রং
একে যায় এক বৃত্ত।
সে কখনও কারো কাছে
আকাশ চায় না ধার।
জাগো জাগো করুনাময়ী
জাগো পুনর্বার।
অনুরণন
সাহানুকা হাসান শিখা
এসেছে এবার মহুয়া রানী,
শতশত ফুলের সুবাস আনি।
ভর দুপুরে ঘরের চালে শব্দ ঝনঝনানি।
তার মুখে শুনবো আজ স্বাধীনতার বাণী।
কতকাল ছিলো একা,বড্ড একা,
বুক জুড়ে হাহাকার মরু রেখা।
উঠেছে ঝংকার,ছুটেছে দুর্বার,
নাই কিছু হারাবার,দিয়েছে পাড়ি
পাহাড়,পর্বত,দুস্তর পারাবার।
অষ্টাদশী শরীর আজ আশিতে ভাটা
কতো দুঃখ কতো বেদনা,
উথাল পাতাল ঢেউয়ের খেলা
অসিতে মসিতে মাখা।