স্থবির আশা
কেয়া সরকার গুহ রায়
বিশেষ ট্রেনে শ্রাবণ এলো
ভিজছো তুমি ঘোর বোশেখে।
দোষারোপের দাড়িপাল্লায় কাদা ছুঁড়ছে একে অপরকে।
দিব্য আছে, ” এরা, ওরা ” ঘোর সকটেও নিরাপদে।
জন্মাবধি শ্রমিক এরা, মেঠো ভাতেই খুঁজতো সুখ।
বিষম জ্বালা জঠর জ্বালা তুচ্ছ হলো বিজন সুখ।
সূর্য হারা নিবাস পাখি পাড়ি জমায় স্থবির আশায়।
অজান দেশ, অজান ভাষা বুকের কোণে অমোঘ আশা।
মায়ের আঁচল প্রিয়ার কাজল স্বপ্ন বোনে নতুন দিশায়।।