লেখক ও আবৃত্তিকার সোমা মুৎসুদ্দীর একটি অনবদ্য অনুভূতির কবিতা “নদী ও নারী ’’

322
সোমা মুৎসুদ্দীর একটি অনবদ্য অনুভূতির কবিতা “নদী ও নারী ’’

নদী ও নারী
সোমা মুৎসুদ্দী

একটি নদীর নাম ধলেশ্বরী
একটি নারীর নাম ফুলেশ্বরী।
কখনো কখনো একটি নদীকে নারী মনে হয়,
কখনোবা একটি নারীকে মনে হয় বহতা নদী।
নদীর বুকে জমা জল উছলে পড়ে
তেমনি নারীর মনেও ভালোবাসার চর জাগে।
তখন সে নারী শুধু একটি নারী নয়,
মন ও মননে সে এক উর্বর মোহনীয়া ফুলেশ্বরী।
নদী ও নারীর যুগযুগের রহস্যময়তায় ভরে থাক আজকের ধলেশ্বরী ও ফুলেশ্বরী।

সোমা মুৎসুদ্দী
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here