ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি-মনীষা কর বাগচীর একটি অনবদ্য অনুভূতির কবিতা “নাইবা বললে ”

258
মনীষা কর বাগচীর একটি অনবদ্য অনুভূতির কবিতা “নাইবা বললে ”

নাইবা বললে
মনীষা কর বাগচী

নাইবা বললে কিছু…
সব কথা বলার প্রয়োজন‌ও হয় না
বলবনা বলবনা করেও
অনেক কথা বলে ফেলেছ
নিজের অজান্তেই…

তুমি বুঝতে পারছ না
একটা স্রোতস্বিনী নদী
ছুঁয়ে ফেলেছে তোমার রজনীগন্ধা
হয়ত বুঝেও না বোঝার ভান করছ!

তাতে কিচ্ছু আসে যায় না
ফুল ফুটলে
আজ না হোক কাল গন্ধ ছড়াবেই

পাঁজর ঘরে কলিং বেল বেজেছে
সাড়া তোমাকে দিতেই হবে
সে কোমল হোক বা কঠোর
শিহরিত হবে শিকড় শিকড় পাতা পাতা।

আমার কথা নাই বা শুনলে
সে অনেক কথা
আজন্মকাল কি যেন নেই
এক অসমাপ্ত উপন্যাস
শূন্য দৃষ্টি শূন্য পথ শূন্য হৃদয়…

ভেজা চোখের ইতিহাস লিখতে লিখতে
কালি শেষ
কিছুই হয়নি লেখা,
কিছুই হয়নি করা

হঠাৎ কখন হারিয়ে যাব
বুঝবে না কেউ
খুঁজবে না কেউ
জানবেনা কেউ

জানি আমি চলে গেলে
পৃথিবীর মন খারাপ করবে না এতটুকুও

আলো ফুটলে গাইবে ভোরের পাখি ,
ফুল ফুটবে ডালে ডালে,
বোষ্টমী খঞ্জনা বাজিয়ে গাইবে গান,
মাঝি পালতুলে ভাসাবে নাও মাঝ দরিয়ায়

সেদিন রাতে
বকুল বা শিউলি একটিও বেশি ঝরবে না আমার জন্য
এক থোকা ছাতিম‌ও ফুটবে না বেশি

কেন জানো?

“কেউতো কোনো দিন ভালোবাসেনি আমায়”
কেউ না, কেউ না।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here